Wellcome to National Portal
Main Comtent Skiped

Lab Management Principles

কম্পিউটার ল্যাব পরিচালনার ক্ষেত্রে কিছু বিবেচ্য বিষয়ঃ

১। কক্ষের ন্যূনতম আকার ২০×১৮ বর্গ ফুট।
২। ল্যাবের সকল ইকুইপমেন্টস ও আসবাবপত্রের হিসাব কম্পিউটার শিক্ষক বা দায়িত্বশীল শিক্ষক ষ্টক রেজিস্টারে সংরক্ষণ করবেন।
৩। ক্লাশ রুটিনে ভেন্যু উল্লেখ করে প্রতি সপ্তাহে এমএমসি ক্লাশ করবে।
৪। প্রতিটি কম্পিউটারে ইউপিএস ব্যবহার করতে হবে।
৫। ল্যাব বন্ধের আগে ল্যাবের বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬। ল্যাবের পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়টি নিয়মিত তদারকি করতে হবে।
৭। ল্যাবে কোন অবস্থাতেই জুতা পায়ে অবস্থান করা যাবে না( ল্যাবে সংরক্ষিত পরিস্কার জুতা থাকলে সমস্যা নেই)।
৮। ল্যাবের দরজা, জানালায় পর্দা দিতে হবে।
৯। ল্যাবে খাওয়া-দাওয়া করা যাবে না।
১০। ল্যাবে ল্যাবের যন্ত্রপাতি ছাড়া উটকো উপকরণ রাখা যাবেনা।
১১। সর্বদা ল্যাবে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে।
১২। কাঁচের জানালা বা দরজা ভাঙ্গা থাকলে রিপেয়ার করতে হবে।
১৩। ল্যাবের দায়িত্ব কম্পিউটার শিক্ষককে নিতে হবে। না থাকলে দায়িত্বশীল শিক্ষককে দায়িত্ব নিতে হবে।
১৪। সবসময় ল্যাবের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ল্যাবের কোন উপকরণ ল্যাবের বাইরে যুক্তি সঙ্গত কারন ছাড়া বাইরে যাবে না।
১৫। ল্যাবের দায়দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।
তথ্যঃ কম্পিউটার ল্যাব পরিচালনা নীতিমালা ২০১২।