ভূ-প্রকৃতির দিক থেকে বান্দরবান এক বৈচিত্রপূর্ণ জেলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আইসিটি অবকাঠামো উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ, আইসিটি শিল্পের বিকাশ ও মানব সম্পদ উন্নয়নে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়) প্রকল্পের মাধ্যমে ৭২ জন শিক্ষকদের "আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেন্যান্স" বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া ৭৫ জন নারীকে হার পাওয়ার প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও ইন্টার্নশীপ প্রদান করা হয়েছে। জেলায় একটি ভাষা প্রশিক্ষণ ল্যাবসহ ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” স্থাপন করা হয়েছে।যার মধ্যে ১টি শেখ রাসেল স্কুল অফ ফিউচার রয়েছে । এই ল্যাব ব্যবহার করে শিক্ষক, ছাত্র-ছাত্রী, বেকার যুবক-যুবতীরা আইসিটি, প্রোগ্রামি ও ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। ৪০০ জনকে সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ই-নথি/ডি-নথি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আইসিটি অধিদপ্তরের তৈরীকৃত CAMS সফটওয়্যারের মাধ্যমে জেলায় প্রায় ৫০০০০ উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান প্রদানে ডাটাবেজ তৈরীতে সহযোগিতা প্রদান এবং ডিজিটাল জন শুমারী-২০২২ এ আইটি সাপোর্ট প্রদান করা হয়েছে। সুরক্ষা সিস্টেমে কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে ৩৬৭ জনকে সনদ সংশোধন করা হয়েছে। বিদেশী পর্যটকদের বান্দরবান ভ্রমন বিষয়ক সফটওয়ার তৈরী করে বান্দরবানের রোয়াংছড়ি ও সদর উপজেলার দুই জন সহকারী প্রোগ্রামার ২০২২ সালে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার অর্জন করেন। 4IR এর চ্যালেঞ্জ মোকাবেলায় সাইবার সিকিউরিটি বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে সেমিনার আয়োজন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১, ২০২২, শেখ রাসেল দিবস ২০২১,২০২২,২০২৩ ও স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ আয়োজন করা হয়েছে।