Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হার পাওয়ার প্রকল্প

ক্র.

প্রকল্পের নাম

প্রকল্প পরিচালক

উপ প্রকল্প পরিচালক

সহকারী প্রকল্প পরিচালক

১.

হার পাওয়ার প্রকল্প (Her Power Project) : প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন

(জুলাই, ২০২২ - জুন, ২০২৫)

 

জনাব জোহরা বেগম
(যুগ্মসচিব)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
pdherpower@doict.gov.bd
+৮৮০ ১৯০৯ ৪৬৬০২৪
(অতিরিক্ত দায়িত্বে)

জনাব সুরাইয়া জাহান
উপসচিব
হার পাওয়ার প্রকল্প
suraiya.jahan@yahoo.com
+৮৮০ ১৭১১ ৯৮২৫৭১

 

 

 

'হার পাওয়ার (প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন)' প্রকল্প:  তথ্য-প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসাবে তাদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে 'হার পাওয়ার প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলায় বিনামূল্যে নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়েছে।


১ম, ২য় ও ৩য় ফেজের ২১০ জন প্রশিক্ষণার্থীদর প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তাদের মাঝে ল্যাপটপ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বিস্তারিত:  http://herpower.gov.bd

ক) 'হার পাওয়ার' প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলায় মোট ২১০জন নারীকে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ, প্রশিক্ষণের সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে।