Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ
🏆 ডিজিটাল বাংলাদেশ পুরস্কার 🏆
     🇧🇩 একটি জাতীয় পুরস্কার 🇧🇩

" প্রগতিশীল প্রযুক্তি,
অন্তর্ভুক্তিমূলক উন্নতি"


প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১২ ডিসেম্বর উদযাপিত হল ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২। এ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার, ২০২২ প্রদান করা হয়। পুরস্কার প্রদান শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। "বিদেশি পর্যটকদের বান্দরবান ভ্রমণে অনুমোদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে ওয়েববেজড সফটওয়্যার" তৈরি করেন বান্দরবানের জেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরর কর্মকর্তাবৃন্দ। বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি মহোদয়ের দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে দলের সদস্যরা এই সফটওয়্যার (www.fbta.gov.bd) তৈরী করেন। 


রোয়াংছড়ি উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রাক্তন উপজেলা আইসিটি অফিসার , জনাব সৌরভ চক্রবর্তী ও বান্দরবান সদর উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের  উপজেলা আইসিটি অফিসার জনাব মোহাম্মদ ছুরত আলম আকাশ এই সফটওয়্যার ডেভেলাপ ও টেকনিক্যাল বিষয়ে সহযোগিতা করেন। উল্লেখ্য যে, কোন অর্থ ব্যয় ছাড়া এবং জাতীয় ডাটা সেন্টার ব্যবহার করে উক্ত ওয়েববেইজড সফটওয়্যারটি প্রস্তুত করা হয়।এ সফটওয়্যারটির মাধ্যমে বিদেশি পর্যটকগণ খুব সহজেই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে বান্দরবান ভ্রমণের অনুমতিপত্র পেয়ে থাকেন এবং সেবা সম্পর্কে যেকোন আপডেট জানতে পারেন।  ডিএসবি, আর্মি, বিজিবি আলাদা আলাদা প্যানেলে প্রবেশ করে অনুমতিপত্র চেক করতে পারেন।  এছাড়া, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।


 বান্দরবান জেলার জেলাপ্রশাসক (দলনেতা) ও দলের ৪জন সদস্যদের পুরস্কার গ্রহণ করেন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি-দলগত-সরকারি ক্যাটাগরিতে বান্দরবান টিম এ পুরস্কার অর্জন করেন। 

ধন্যবাদ ।